2024-12-17
agartala,tripura
রাজ্য

ফিল্ড আউট রিচ ব্যুরোর উদ্যোগে আন্তর্জাতীক যোগা দিবসে প্রচারাভিযান

জনতার কলম ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :- আন্তর্জাতীক যোগা দিবস উপলক্ষে ফিল্ড আউট রিচ ব্যুরো আগরতলা ও কৈলাশহর শাখার উদ্যোগে চলছে যোগার ওপর সচেতনতা এবং প্রচার ও প্রসার বিষয়ক কর্মসূচি | একই দিনে আগরতলা ও কৈলাসহরে পৃথক পৃথক কর্মসূচি রূপায়িত হয় | ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ফিল্ড আউট রিচ ব্যুরো আগরতলা ও কৈলাশহর শাখার উদ্যোগে আগরতলা স্লিম এন্ড ফিট ইনস্টিটিউটে আন্তর্জাতীক যোগা দিবস 2022 উপলক্ষে 13 মে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক আলোচনাচক্র ও যোগা ক্লাস |এখানে ছাত্রীদের মধ্যে সঙ্গীত ও ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় | অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন ফিল্ড আউট রিচ ব্যুরো আগরতলা ও কৈলাশহর শাখার আধিকারীক এইচ কে চ্যাং | প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্লিম এন্ড ফিট ইনস্টিটিউটের চিফ এক্সিকিউটিভ অফিসার লিপিকা সাহা, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য মানব অধিকার ফাউন্ডেশন ত্রিপুরা স্টেট ইনচার্জ সুখেন্দু সাহা,|এছাড়াও রিসোর্স পারসন ও যোগা ইনস্ট্রাক্টর হিসেবে উপস্থিত ছিলেন শর্মিষ্ঠা রায়, সেওলি দেবনাথ , প্রিয়াঙ্কা দাস এবং অন্তরা সূত্রধর,| এদিকে কৈলাশহরেও ফিল্ড আউট রিচ ব্যুরো আগরতলা ও কৈলাশহর শাখার উদ্যোগে অনুরূপ অনুষ্ঠান করা হয় | আগরতলায় গ্রুপ ডিসকাশন, সেমিনার, কালচারাল প্রোগ্রাম ও ক্যুইজ কম্পিটিশন করা হয়েছে| কর্মসূচিতে নীলকন্ঠ সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশনের শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে| কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ফিল্ড আউট রিচ ব্যুরো আগরতলা ও কৈলাশহর শাখার আধিকারীক এইচ কে চ্যাং| অনুষ্ঠানকে কেন্দ্র করে যোগা ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয় |

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service