2024-12-20
agartala,tripura
রাজ্য

বিবেকানন্দ বিচার মঞ্চ মজদুর সেলের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান রাধানগর বাসস্ট্যান্ডে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার আগরতলা রাধানগর বাসস্ট্যান্ডে বিবেকানন্দ বিচার মঞ্চ মনিটরিং মজদুর সেলের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচি পালন করা হয়। এদিনের স্বচ্ছ ভারত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিচার মঞ্চ মনিটরিং মজদুর সেল এর নেতা বিপ্লব কর, ১৩ নং ওয়াডের কর্পোরেটের গৌতম চন্দ্র ছারাও বিবেকানন্দ বিচার মঞ্চের অন্যান্য কর্মী সমর্থকরা। বিবেকানন্দ বিচার মঞ্চ মনিটরিং মজদুর সেল বিগত কিছু দিন আগেও নাগের জলা বাসস্ট্যান্ডে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করেন তাদের মূল উদ্দেশ্য হলো রাধানগর বাসস্ট্যান্ডসহ আগরতলার অন্যান্য স্ট্যান্ড কলিরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যে সকল শ্রমিক শ্রেণীর লোকেরা আছেন তারা যাতে সব ধরনের সহযোগিতা পেয়ে থাকেন তাদেরকে সহযোগিতা করা এ ধরনের কর্মসূচি আগামী দিনেও থাকবে বলে জানান শ্রমিক নেতা বিপ্লব কর

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service