জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডা. মানিক সাহা। মুখ্যমন্ত্রী হওয়ার পরই সাজিয়ে নেন নিজ মন্ত্রিসভা। সে মোতাবেক তিনি মন্ত্রিসভার ১১ সদস্যের তালিকা চূড়ান্ত করে রাজ্যপালের কাছে শপথ গ্রহণের প্রস্তাব করেছেন। তালিকায় রয়েছেন বিগত মন্ত্রিসভার সদস্য জিষ্ণু দেববর্মা, নরেন্দ্র চন্দ্র দেববর্মা, রতন লাল নাথ, প্রণজিত সিংহ রায়, মনোজ কান্তি দেব, সান্ত্বনা চাকমা, রামপ্রসাদ পাল, ভগবান দাস এবং সুশান্ত চৌধুরী। বিগত মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন মেবারকুমার জমাতিয়া। বদলে নতুন মুখ এসেছেন রামপদ জমাতিয়া এবং প্রেমকুমার রিয়াং। এতে বিজেপি থেকে মন্ত্রিসভায় রয়েছেন ১০ জন এবং শরিক দল আইপিএফটি-র সদস্য সংখ্যা দুই। সোমবার নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানীর রাজভবনে। এদিন তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য। শপথ শেষে দিন নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যরা রাজ্যের কল্যাণ, উন্নয়ন এবং অগ্রগতির স্বার্থে নিষ্ঠার সহিত কাজ করবেন বলে অভিমত ব্যক্ত করেন।
রাজ্য
শপথ নিলেন মন্ত্রিসভার নির্বাচিত সদস্যরা
- by janatar kalam
- 2022-05-16
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this