2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যের উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য : মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের বর্তমান সুশৃঙ্খল আইন ব্যবস্থাকে বজায় রাখার ক্ষেত্রেও সরকার গুরুত্ব দিয়ে কাজ করবে । রবিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর রাজ্য অতিথিশালায় প্রথম সাংবাদিক সম্মেলনে ডা . মানিক সাহা একথা বলেন। তাছাড়া মুখ্যমন্ত্রী ডা . সাহা বলেন , প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বাধীন সরকার রাজ্যের জনগণের কল্যাণে যে সমস্ত কাজ শুরু করে গেছেন তার সুফল সমাজের অন্তিম ব্যক্তির নিকট পৌছে দেওয়ার লক্ষ্যে সরকার গুরুত্ব সহকারে কাজ করবে । পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে ডা . মানিক সাহা বলেন , প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেসব প্রকল্প রাজ্যবাসীর কল্যাণে চালু করেছিলেন তা রূপায়ণে আরও জোরদার প্রয়াস নেওয়া হবে । রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচিগুলি এগিয়ে নিয়ে যেতে এবং রাজ্যে শান্তি , শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বিরোধীদলের সহযোগিতাও প্রয়োজন। উন্নয়নমূলক কাজে বিরোধীদের মতামতকেও যথার্থ সম্মান দেওয়া হবে । মুখ্যমন্ত্রী বলেন , ভিশন ডকুমেন্টের বিভিন্ন বিষয়গুলি পূরণেও সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে । আগামী ২০৪৭ সাল পর্যন্ত রাজ্যের উন্নয়নের যে রূপরেখা তৈরি করা হয়েছে তা রূপায়ণে সরকার আরও বেশি গতি আনার প্রয়াস নেবে । সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলেন , রাজ্যের বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপরও সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে কাজ করবে । তিনি বলেন , সংবাদ মাধ্যম হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ । সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিক সহ সকলের সুখ ও স্বাচ্ছন্দ্যের প্রতি সরকার বিশেষ গুরুত্ব দেবে । মুখ্যমন্ত্রী বলেন , রাজ্যের উন্নয়নের প্রশ্নে কেন্দ্রীয় নেতৃত্ব যখন যে দায়িত্ব প্রদান করবে তা রূপায়ণেও সরকার সচেষ্ট থাকবে । সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডা . সাহা সরকারের উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যেতে ও রাজ্যের আইন শৃঙ্খলাকে বজায় রাখার ক্ষেত্রে রাজ্যবাসীর সহযোগিতা কামনা করেছেন ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service