2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বাধারঘাট স্কুলে আশ্রিত নবজাতক শিশু ও মাকে দেখতে যান

গভর্নমেন্ট রেল পুলিশের উদ্যোগে সুদূর রাজস্থান থেকে আগত 18 জন গৃহহীনদের প্রথমে আগরতলা রেল স্টেশনে এবং পরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তায় বাধারঘাট স্কুলে আশ্রয়ের ব্যবস্থা করা হয়। তাদের মধ্যেই সঞ্জয় বউরির স্ত্রী মঞ্জু বউরি রাজধানীর আই জি এম হাসপাতালে একটি শিশু সন্তানের জন্ম দিলেন এবং গতকাল হাসপাতাল থেকে ছুটি পেয়ে আসে মা ও ছেলে দুজনই । আজ দুপুরে রাজ্যের পশ্চিম জেলার এমপি প্রতিমা ভৌমিক বাধারঘাট স্কুলে নবজাতক শিশু এবং মাকে দেখতে যান সেখানেই এসপি জিআরপি পিনাকী সামন্তের উপস্থিতিতে নবজাতক শিশু এবং মার জন্য দুধ, ফলসহ খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেন এবং সেইসঙ্গে 18 জন গৃহহীনদের জন্য সাবান মাস্ক এর ব্যবস্থা করে দেন । পাশাপাশি তিনি আগরতলা রেল স্টেশনে কোয়ারেন্টাইন বগি পরিদর্শনে যান রাজ্যের পশ্চিম জেলার এমপি প্রতিমা ভৌমিক । তাছাড়া এদিন জিআরপি পুলিশ বাহিনীর হাতে মাস্ক তুলে দেন সাংসদ

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service