2024-12-18
agartala,tripura
রাজ্য

২১শে মে থেকে অনুষ্ঠিত হতে চলছে ব্লাড মাউথ ক্লাবের নবনির্মিত দালানবাড়ির যাত্রা শুরুর উদ্বোধনী উৎসব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার ব্লাড মাউথ ক্লাবের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সন্মেলনটি অনুষ্ঠিত হয় রাজধানীর রামনগর ২নং ব্লাড মাউথ ক্লাবগৃহে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি বিমল রায় চৌধুরী, সম্পাদক সেবক ভট্টাচার্যসহ অন্যান্যরা। এদিন ক্লাব সম্পাদক সেবক ভট্টাচার্য বলেন রাজ্যের ক্রীড়া জগতে দীর্ঘদিন ধরে ভূমিকা গ্রহণকারী এবং অর্ধশতাব্দি প্রাচীন ক্লাবগুলোর মধ্যে অন্যতম ক্লাব ব্লাড মাউথ উত্তর – পূর্বাঞ্চলের ক্লাববাড়িগুলোর মধ্যে সর্বোচ্চ সুদৃশ্য ক্লাববাড়ির অধিকারী হতে চলেছে এই ক্লাব। আগামী ২১ শে মে থেকে ২৯শে মে অনুষ্ঠিত হতে চলেছে ব্লাড মাউথ ক্লাবের নবনির্মিত বহুতল বিশিষ্ট দালানবাড়ির যাত্রা শুরু করার জন্য উদ্বোধনী উৎসব ‘ । উদ্বোধনী উৎসবে আমন্ত্রিত থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । রাজ্যের ক্রীড়া জগতের স্বনামধন্য ক্লাব ব্লাড মাউথের এই উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন ৮৩ র প্রুডেনশিয়াল ওয়ার্ল্ড কাপের বিজয়ী ভারতীয় দলের পক্ষে ম্যাচের মোড় ঘোরানোর কৃতিত্বের অধিকারী মদনলাল শর্মা । আরো থাকছেন এশিয়া কাপে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গাঙ্গুলী ও দেশ তথ্য রাজ্য গর্বের জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার । উদ্বোধনী উৎসবের সাংস্কৃতিক সন্ধ্যা গুলোতে থাকছেন দেশের খ্যাতনামা সংগীত শিল্পী কেরালার ভৈষ্ণব গিরিশ , কলকাতার সামিক সেন , মুম্বাই থেকে আসছেন রাজ্যের প্রথিতযশা সংগীত শিল্পী কৃষ্ণকলি সাহা , কলকাতা থেকে আসছেন রাজ্যের আরেক গুণী শিল্পী কৌশিক রায় চৌধুরী , পশ্চিমবঙ্গের সংগীত শিল্পী তীর্ঘ বিশ্বাস ও টিনা ঘোষাল মজুমদার । এছাড়াও থাকছেন রাজ্যের প্রায় দুইশভাষিক গুণী শিল্পী। তাছাড়া এদিন তিনি আরো বলেন এই ক্লাব বাড়িতে থাকছে প্লেয়ারদের থাকার জায়গা , ইনডোর গেমস , আধুনিক কনফারেন্স হল , লাইব্রেরী ও তথ্যকেন্দ্র স্বাস্থ্য ও সমাজ কল্যাণ কেন্দ্র , সাংস্কৃতিক কেন্দ্র , শিশুদের জন্য পৃথক স্থান ইত্যাদি । পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী এলাকা নাগরিকদের গড় আয়ু ৬ থেকে ৭ বছর পর্যন্ত বৃদ্ধি করতে প্রাথমিকভাবে বাড়ি বাড়ি সার্ভের কাজ সম্পন্ন করেছে ক্লাবের সদস্যরা । সাংস্কৃতিক ক্ষেত্রেও সঙ্গীত , আবৃত্তি , নৃত্য , অঙ্কন ও নাটক বিভাগে ক্লাস শুরু হচ্ছে অতি সম্প্রতি । ক্লাব বিল্ডিং এ রয়েছে বাণিজ্যিক ভিত্তিতে আধুনিক জিম , টেবিল টেনিস ব্রিলিয়ার্ড ক্যারাম , দাবা , প্রতিটি ফ্লোরে আধুনিক বাধরুম , প্রতিটি ক্লোরে বড় টিভি , প্রজেক্টর , সাউন্ড সিস্টেমসহ শীততাপ নিয়ন্ত্রিত কক্ষগুলো রাজ্যের ক্লাব সংস্কৃতিতে নতুন মাত্রা এনে দিয়েছে বলেও জানান তিনি। তাছাড়া উত্তর – পূর্বাঞ্চপের ক্লাব বিল্ডিং গুলোর মধ্যে সবচাইতে উঁচু সুদৃশ্য প্রোডাক্টিভ ক্লাব বিল্ডিং হচ্ছে ব্লাড মাউথের বহুতল বিশিষ্ট এই দালানবাড়ীটি। ক্লাব বিল্ডিংয়ের উদ্বোধনী উৎসবকে ঘিরে রামনগর ১ নং -২ না , কের চৌমুহনী টি জি রোড এলাকার নাগরিকদের উৎসাহ ব্যাপক । রাজ্য জুড়ে ইতিবাচক গুঞ্জন শোনা যাচ্ছে এই ক্লাব বাড়িটি নিয়ে ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service