2024-12-16
agartala,tripura
রাজ্য

বোধজং গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগকে রূপান্তরিত করা হলো ইংরেজি মাধ্যমে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার আগরতলার বোধজং গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুলের প্রাইমারি সেকশন ইংলিশ মিডিয়ামে রূপান্তরিত করা হয়। এই দিন ফিতা কেটে তার উদ্বোধন করেন টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা, তাছাড়া উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি দীপক কর, কর্পোরেটর হিমানি দেববর্মা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ আরো অন্যান্যরা।এই দিন অতিথিরা বিদ্যালয়ের ক্লাস ঘরগুলো পরিদর্শন করেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা বলেন রাজ্য সরকার তাদের ছেলেমেয়েদের উন্নত শিক্ষার জন্য রাজ্যের স্কুলগুলোকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন, তার পাশাপাশি রাজ্যে ১০০টি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় এনে ছেলেমেয়েদের গুণগত শিক্ষা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে অন্যান্য রাজ্যের তুলনায়ও রাজ্যের ছেলেমেয়েরা শিক্ষার দিক দিয়ে ভালো ফলাফল করতে পারে এবং রাজ্যকে শিক্ষার দিক দিয়ে সুনাম অর্জন করতে পারে বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service