2024-12-19
agartala,tripura
রাজ্য

দিদির নতুন চিন্তাধারায় শুরু হলো ৫টাকায় অন্ন ভোজনের আয়োজন জিবিপি হাসপাতালের সামনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি : আইজিএম হাসপাতালের সামনে রোগীর আত্মীয় পরিজনদের জন্য এক টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করার পর এবার জি. বি পি হাসপাতাল ডুকতে বাপাশে বর্তমান মারুতি স্ট্যান্ডের সামনে থেকে শুরু হল দূরদূরান্ত থেকে আসা রোগীর আত্মীয় স্বজনের জন্য অন্ন ভোজনের ,উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, জিবিপি হাসপাতালে সুপার ডক্টর সঞ্জীব দেববর্মা, শ্রমিক নেতা বিপ্লব কর, ৫ নং ওয়ার্ড এর কর্পোরেটর লতা নাথ সহ হাসপাতালে অন্যান্যরা। এই দিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনদের নিজের হাতে অন্ন বিতরণ করেন। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বিগত অনেক দিন যাবত ধরে দূর-দূরান্ত থেকে আগত রোগীর আত্মীয় পরিজনদের খাবারের ব্যবস্থা করার কথাবার্তা বলছিলেন কিন্তু আজ শুরু হয়ে গেল শুধুমাত্র রোগীর আত্মীয় পরিজনদের জন্য এ ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service