2024-12-19
agartala,tripura
রাজ্য

সৃষ্টির অধিষ্ঠাত্রী মহিলাদের পাশাপাশি পুরুষেরাও এই মহান কর্মযজ্ঞে, অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় এক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত নার্সিং এর ছাত্র-ছাত্রীরা করোনা অতিমারি থেকে দেশবাসীকে ও রাজ্যবাসীকে টিকাকরণ ও অন্যান্য পদক্ষেপের মাধ্যমে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানান। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন নার্সিং শিক্ষার্থীদের সেবামূলক ভাবনায়, উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ইতিবাচক ব্যবহার ও বাচনভঙ্গি দ্বারা চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসা ব্যক্তিদের সেবায় আগামী কর্মজীবনে আত্মনিবেশ করা প্রয়োজন l অত্যাধুনিক চিকিৎসা কাঠামোর চাইতেও আরোগ্যের লক্ষ্যে সর্বাগ্রে প্রয়োজন ধৈর্যের সহিত, রোগীর সমস্যা অনুধাবন, সদ ব্যবহার ও মনোবল বর্ধক শব্দ চয়ন l সৃষ্টির অধিষ্ঠাত্রী মহিলাদের পাশাপাশি পুরুষেরাও এই মহান কর্মযজ্ঞে, অগ্রণী ভূমিকা গ্রহণ করে আসছেন বলে জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service