2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

শ্রমিকদের সাথে আলোচনা করা দরকার সরকারের- মানিক দে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে CITU রাজ্য দপ্তর থেকে শ্রমিক ও রাজ্যের সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট ১৩টি দাবি সনদ নিয়ে পরিবহন কমিশনারের নিকট গণ-ডেপুটেশনে মিলিত হন। এদিন মিছিলটি শুরু হয় সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে সামনে থেকে এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরে পরিবহন দপ্তরের প্রধান সচিবের কাছে গণ ডেপুটেশন প্রদান করা হয়। দাবি গুলি মূলত পেট্রোল ডিজেল এবং দেশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বন্ধ করে বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, শ্রমিকদের মিথ্যা মামলায় জড়ানো বন্ধ করা ইত্যাদি। এদিন বিক্ষোভ সভায় বক্তব্য রেখে সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে বলেন পরিবহন শ্রমিকদের সাথে কোনরকম আলোচনা না করে সরকার সময়ে সময়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে। যাতে শ্রমিকদের সাথে মানুষের একটা বিরোধ সৃষ্টি হয়। তাই সরকারকে দেরি না করে শ্রমিকদের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া দরকার। তাছাড়া তিনি এদিন আরও বলেন গায়ের জোরে সব কিছু চলে না। কোন একটি আইন লাগু করতে গেলে সে বিষয়ে সকলকে বুঝাতে হবে। সরকার এবং মানুষের এই সম্পর্কটা আজ খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে। পরিবহন শিল্প দিন দিন দুর্বল হয়ে পড়ছে ও এক অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে গোটা দেশে। এর বিরুদ্ধে রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ নেই বলে জানান মানিক দে। পাশাপাশি অটোতে মিটার বসানো নিয়ে বলেন, দেশে মিটার অটো পরিষেবা নেই বলে চলে। কিন্তু ত্রিপুরা এভাবে মিটার অটো পরিষেবা চালুর ফলে ক্ষতি হচ্ছে পরিবহন শ্রমিকদের। তাই সরকারকে শ্রমিক সংগঠন গুলির সাথে বসে আলোচনা করা দরকার। কারণ গোটা রাজ্যে পরিবহন শ্রমিকদের সাথে একটা অরাজগতা চলছে। প্রতিবাদ করলে শ্রমিকদের মারধর করা হচ্ছে, শ্রমিকদের সেন্টিগ্রেড থেকে বের করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে সরকারের উপর চাপ সৃষ্টি করে। আমজনতা বিরোধী, শ্রমিক বিরোধী সরকারের বিরুদ্ধে আগামী দিনেও আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান মানিক দে। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service