জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার Housing and Urban affairs এর সংসদীয় টিমের চেয়ারম্যান জাগদম্বিকা পালের নেতৃত্বে 22 জনের এক প্রতিনিধি মন্ডল ত্রিপুরায় আসেন। এদিন সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পর বৃহস্পতিবার সকালেই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির এর উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে তারা রাজ্য ও দেশবাসীর মঙ্গলার্থে পূজা-অর্চণা সম্পন্ন করেন । এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে Housing and Urban affairs প্রতিনিধি দলের এক কর্মকর্তা বলেন ত্রিপুরা এমনিতেই ঐতিহ্যে পরিপূর্ণ একটি রাজ্য, এবং আজ থেকে 600 বছর পূর্বে তৎকালীন রাজা গোবিন্দমাণিক্যের নেতৃত্বে এই মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির স্থাপিত হয়েছিল এবং ভারতবর্ষের 51 পীঠের একটি পিঠ হল মাতা ত্রিপুরা সুন্দরী সুতরাং বলা চলে মায়ের ডাক পড়েছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
রাজ্য
ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দিলেন ভারতীয় সংসদের আবাসন ও শহর বিষয়ক প্রতিনিধি মন্ডল
- by janatar kalam
- 2022-05-12
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this