2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নার্স মানেই একটি সেবা দানকারী মানবিক সত্ত্বা- সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ আন্তর্জাতিক নার্স দিবস।আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্মদিনে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে(‘Nurses: A Voice to Lead – Invest in Nursing and respect rights to secure global health’) অর্থাৎ “স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই- বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন”। এই দিনে নার্সদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজ অভিজ্ঞতা ব্যাক্ত করে তিনি জানিয়েছেন আমাদের সবার জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নার্সরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের নিষ্ঠা ও সেবার কথা আমরা সবাই জানি। নার্সরা প্রকৃত দেশ গঠনকারী। সারা বিশ্ব ভারতের নার্সদের সেবা ও নিষ্ঠার কথা জানে। করোনা পরিস্থিতিতে নার্সরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যার যার অবস্থান থেকে করোনায় আক্রান্তদের সেবা করেছেন। একটি দেশের এবং রাজ্যের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় নার্সিং স্টাফ একটি অপরিহার্য উপাদান। নার্স মানেই হচ্ছে নার্সিং। নার্স মানেই হচ্ছে অপরের জন্য এক নিবেদিত প্রাণ। একজন নার্স মানে একটি অন্ধকার ঘরে আলোর ঝিলিক। বেঁচে থাকার শেষ ভরসা! একজন নার্স দেশের স্বাস্থ্যসেবার জন্য অত্যন্ত জরুরি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service