2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

লক ডাউনের পাশাপাশি চাষীদের ভিলেন কালবৈশাখীর ঝড়

কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত চাষিরা। জানা যায় জয়পুর গজাইরা এলাকার চাষীরা ভীষণ ক্ষতির সম্মুখীন হয়েছেন , এই মরশুমের পরিশ্রমের ফসল নষ্ট হয়ে গেলো বৃষ্টির শীলের কারণে। ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০-৪০ হাজার টাকা । চাল বাদে এরা পায়নি সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা, পায়নি ফসলের বীজ ও ।লক ডাউনের ফলে বেরোতে পারছেন না ঘর থেকে , বাজারে গেলেও দোকান বন্ধ থাকায় কিনতে পারছেন না বীজ ফলে সরকারের কাছে অনুরোধ সরকারিভাবে যদি বীজ দিয়ে সাহায্য করা হয় তাহলে খুব উপকৃত হবে বলে জানান চাষীরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service