জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার বিবেকানন্দ বিচার মঞ্চ এবং নার্সিং স্টাফ আই. জি.এম হাসপাতালের যৌথ ব্যবস্থাপনায় ‘ জাতীয় নার্সিং সপ্তাহ – ২০২২ ও আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব l এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রথমবারের মত রাজ্যে সূচনা হওয়া বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সহ জেলা ও মহকুমা স্তর পর্যন্ত অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোগত বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত হচ্ছে l রাজ্যের বাইরে গিয়ে চিকিৎসার বদলে, বর্তমানে ত্রিপুরাতেই অধিকাংশ উন্নত চিকিৎসার ফলশ্রুতিতে রেফার সংখ্যায় হ্রাস, চিকিৎসা ব্যায় লাঘব সম্ভবপর হচ্ছে l ফলে, বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে, বিভিন্ন বেসরকারি হাসপাতালের রাজ্যে বিজ্ঞাপনের প্রবণতাও হ্রাস পেয়েছে এবং আমার দৃষ্টিতে ত্রিপুরার সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরাই নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠ l রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে সংযোজিত প্রতিটি সাফল্য পালকের অন্যতম কৃতিত্ব তাঁদের l বিভিন্ন রোগ-ব্যাধি নিয়ে চিকিৎসার সুযোগ গ্রহণ করতে আসা রোগীদের মানসিক অবস্থা যথার্থ অনুধাবনের দ্বারা, হাসপাতালে প্রবেশের প্রাথমিক লগ্ন থেকেই, নিরাপত্তা কর্মী, নার্স সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের, মনোবল বর্ধক ও আপ্যায়নসুলভ ইতিবাচক কথোপকথন, সুস্থতার জন্য এক আত্মবিশ্বাস ও মানসিক শক্তি প্রদানে সহায়ক l রোগীর পরিজন ও স্বাস্থ্য কর্মীদের পরিস্থিগত পারস্পরিক আন্তরিকতা ও বোঝাপড়া, আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে সহায়ক বলে অভিমত করার পাশাপাশি এদিন তিনি আরো বলেন মহিলা বা পুরুষ উভয় নার্সদের রোগীদের প্রতি মাতৃসুলভ ব্যবহার করতে হবে। হাসপাতালে প্রবেশের সময় দাড়োয়ান থেকে শুরু করে যিনি রোগীকে ভিতরে নিয়ে যাবেন তিনি এবং পরবর্তীতে নার্সদের আচরন ও সদব্যবহার ই রোগী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে করতে হবে। আমি চাই কোনো একদিন মাননীয় প্রধানমন্ত্রী তাঁর মন কি বাত অনুষ্ঠানে বলুক যে ত্রিপুরার নার্সরা দেশের মধ্যে সবচেয়ে ভালো কাজ করে বলে জানান। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে নার্স, ডাক্তারদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
রাজ্য
নার্সদের রোগীদের প্রতি মাতৃসুলভ ব্যবহার করতে হবে- মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-05-11
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this