2024-12-17
agartala,tripura
রাজ্য

কৃষকদের মান উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করে যাচ্ছে- পিনাকী দাস চৌধুরী

জনতার কলম ত্রিপুরা কল্যাণপুর প্রতিনিধিঃ- কল্যাণপুর মূলত কৃষি প্রধান এলাকা। কৃষকদের মান উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলে এক অনুষ্ঠানে আজ মন্তব্য করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী ।তিনি বলেন সার থেকে বীজ সব ই দিচ্ছে বর্তমান সরকার।তার সাথে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও।এরই ফলে বর্তমানে কৃষকদের আয় বৃদ্ধি হয়েছে।মঙ্গলবার তারই অঙ্গ হিসাবে বিধায়ক পিনাকী দাস চৌধুরী নিজ বিধানসভার অন্তর্গত তিনজন লাভার্থীর হাতে 180000(এক লক্ষ আশি হাজার) টাকা মূল্যের ধান ঝাড়াই যন্ত্র তুলে দেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যানপুর আর ডি ব্লক চেয়ারম্যান মাননীয় সোমেন গোপ মহোদয়,বি আর সি চেয়ারম্যান মাননীয়া ইন্দ্রাণী দেববর্মা মহোদয়া,গ্রাম প্রধান তাপস দেবরায় মহোদয়, কল্যানপুর কৃষি দপ্তরের আধিকারীক সুশান্ত দেব প্রমুখ। দুর্গাপুর, দক্ষিণ দুর্গাপুর এবং প্রেম সিং ওরাং পঞ্চায়েত এর তিন জন কৃষক এই মডার্ন পেডি ট্রেসার বা ধান মাড়াই যন্ত্র পান রাষ্ট্রীয় কৃষি বিভাগ যোজনায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service