2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

অল ত্রিপুরা ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন মূল্যবোধ প্রতিষ্ঠিত করছে: অলক ভট্টাচার্য

বিভিন্ন শাখা সংগঠনের পাশাপাশি মানবিক দিক দিয়ে গরিবদের সাহাযার্থে এগিয়ে এলো অল ত্রিপুরা ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন । জানা যায় রবিবার সংঠনের উদ্যোগে ১৩ প্রতাপগড় সাধুটিলা এলাকার চন্দ্রমোহন ইংলিশ মিডিয়াম স্কুলে সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট আশিস পালের উপস্থিতিতে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস ও বিজেপি জেলা সভাপতি অলক ভট্টাচার্যের হাত দিয়ে ২০০ গরিব ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিনের কর্মসূচিতে বিজেপি জেলা সভাপতি অলক ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন ব্যবসার যে একটা মানবিক দিক ও মূল্যবোধ আছে সেই মূল্যবোধটাকে প্রতিষ্ঠিত করছে অল ত্রিপুরা ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন এবং তারা যেন গরিবদের স্বার্থে তাদের এই কর্মসূচিটিকে যেন আরো প্রসারিত করেন তার অনুরোধও রাখেন। পাশাপাশি এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে মানুষের কাছে প্রতিনিয়ত খবর পৌঁছে দেওয়ার জন্য চিত্র সাংবাদিকদের ও ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা সভাপতি অলক ভট্টাচার্য ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service