জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমাদের দেশে করোনা মহামারীতে মৃতের সংখ্যা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে কেন্দ্র, এমনই অভিযোগ এনে ময়দানে নামল যুব কংগ্রেস। মঙ্গলবার রাজধানী আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করা হয় প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে।এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় বিক্ষোভ মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্লোগান সোচ্চার মিছিল। এদিন বিক্ষোভ মিছিল থেকে যুব কংগ্রেসের পক্ষ থেকে দাবি উঠে মৃতের পরিবার গুলিকে ৪ লাখ টাকা করে দেওয়ার। অন্যথায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে যুব কংগ্রেস। এদিকে কেন্দ্রের সরকারের তথ্য অনুযায়ী দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৮০ হাজার। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্টে দেখা যায় ভারতে করোনার মৃত্যু হয়েছে ৪৭ লাখ। এই তথ্য প্রকাশ্যে আসতেই সরব হন বিরোধীরা। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রাখু দাস সহ অন্যান্যরা ।
রাজ্য
করোনায় মৃতের কেন্দ্রের রিপোর্টের প্রতিবাদে মাঠে নামলো যুব কংগ্রেস
- by janatar kalam
- 2022-05-10
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this