জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি:- আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ময়দান চোষে সংগঠনকে শক্তিশালী করতে ব্যস্ত হয়ে পড়েছে তিপ্রামথা দল। কেননা ২০২৩ বিধানসভা নির্বাচনে শাসক দলকে টেক্কা দিয়ে তিপ্রামথা দল একা লড়াই করতে চলেছে। সোমবার আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ৩৬ শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের লক্ষীছড়া এডিসি ভিলেজে রবিবার তিপ্রামথা দলের উদ্দ্যোগে এক প্রকাশ্য জনসমাবেশের আয়োজন করা হয়। এই জন সমাবেশের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মন। তাছাড়া এই জনসভায় উপস্থিত ছিলেন বিধায়ক বৃষকেতু দেববর্মা , দেবজিৎ ত্রিপুরা, বিজয় রাঙ্খল, সিহানু মগ, হরেন্দ্র রিয়াং সহ তিপ্রা মথা দলের অন্যান্য নেতৃত্ববৃন্দরা। এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মহারাজা রাজ্য সরকারের বিভিন্ন কাজের তিব্র সমালোচনা করেন। মহারাজা প্রদ্যুৎ দেববর্মন বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন বর্তমান সময়ে এডিসি এলাকাগুলিকে ডাম্পিং স্টেশন হিসাবে গড়ে তোলা হয়েছে। রাজ্যের সবকয়টি জায়গার নোংরা আবর্জনা ফেলার জন্য এডিসি এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে। মহারাজা রাজ্য সরকারের মিস কলের চাকুরির প্রতিশ্রুতির ও তিব্র সমালোচনা করেন। বিধানসভা নির্বাচন তিপ্রামথা দল কতৃক আয়োজিত আজকের এই প্রকাশ্য জনসভায় প্রখর রোদকে উপেক্ষা করে ব্যাপকহারে লোকসমাগম পরিলক্ষিত করা যায়।
রাজ্য
সংগঠনকে চাঙ্গা করার লক্ষে জনসমাবেশ করলো তিপ্রামথা
- by janatar kalam
- 2022-05-09
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this