জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সদস্যাদের। রবিবার নব নামাঙ্কিত রাস্তার নামের আভরণ উন্মোচন করা হল। আভরন উন্মোচন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তাছাড়া ছিলেন আগরতলা পুর নিগমের 24 নং ওয়ার্ডের কর্পোরেটর সুখময় সাহা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সদস্যরা নানা রকমের সেবামূলক কাজের সাথে জড়িত তাছাড়া করুনা মহামারী সময় দেখা গিয়েছে সমাজের গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে সুতরাং সমাজ পরিবর্তনের মূল লক্ষ্য নিয়ে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সদস্যদের উক্তি নিয়ে বলতে গিয়ে তিনি আরো বলেন নিজেকে পরিবর্তন করতে পারলেই সমাজ পরিবর্তন সম্ভব কেননা কোন মানুষ যদি নিজেকে পরিবর্তন করতে পারে তাহলে সে সমাজকে পরিবর্তন করতে পারে এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সদস্যদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়।
রাজ্য
প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সম্মুখভাগের রাস্তার নব নামাঙ্কিত নামের আবরণ উন্মোচন হলো আজ
- by janatar kalam
- 2022-05-08
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this