2024-12-18
agartala,tripura
রাজ্য

রাজধানীর বনেদী ক্লাব ঐকতান যুব সংস্থার উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার আগরতলা শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থার উদ্যোগে শান্তিপাড়া এলাকায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ মানিক সাহা, নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পৌর নিগমের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত সহ অন্যান্যরা। এই দিন রক্তদান শিবিরে মোট ৭৫জন রক্তদাতা রক্ত দিয়েছেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ডাঃ মানিক সাহা ক্লাবের উদ্যোগে এ ধরনের সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং রাজ্যের রক্তস্বল্পতা দূরীকরণে রক্তদানের ভূমিকা তুলে ধরেন তাছাড়া রক্তদান শিবির কে কেন্দ্র করে বিভিন্ন ক্লাব গুলির মধ্যে যে ধরনের প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড দেখা যায় তা প্রশংসার যোগ্য বলে দাবি করেন। এদিনের রক্তদান শিবির কে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service