জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির কাছে বিশেষ একটি নাম। বাংলা সাহিত্যের তিনি একজন উজ্জ্বল নক্ষত্র এবং তাঁর বিশাল সাহিত্য কীর্তির জন্য তিনি বহু বাঙালির রক্তস্রোতে আজও মিশে আছেন। তিনি ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার, চিত্রশিল্পী, নাট্যকার, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। বাঙালী জাতির এই মহান কবির স্মরনে আজ থেকে শুরু হল উনার জন্মদিন পালন, এদিনটিকে কেন্দ্র করে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত হল শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এদিন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সংবাদমাধ্যমকে জানান মহান কবি দার্শনিক অভিনেতা কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিনে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শিশুদের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথের জীবনী নিয়ে থিম দেওয়া হয়েছে তারা এই থিম নিজেদের চিত্রকলা প্রদর্শনী মধ্য দিয়ে তুলে ধরবেন তাছাড়া কচিকাচাদের মধ্যে কবিগুরু সম্বন্ধে জানতে চাওয়া আকাঙ্ক্ষা ছিল লক্ষণীয় বলে জানান।
রাজ্য
তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরুর জন্মদিন উপলক্ষে আয়োজিত হল কচিকাচাদের বসে আঁকো প্রতিযোগিতা
- by janatar kalam
- 2022-05-08
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this