2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া দরকার দাবি যুব কংগ্রেসের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার প্রদেশ কংগ্রেস ভবনের প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস।
এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান, নরেন্দ্র মোদি সরকারের এ ধরনের প্রতারণায় দেশবাসী বুঝতে পারছে এটি একটি ব্যর্থ সরকার। তাই এত বড় পরিসংখ্যান দেশবাসীর কাছে লুকিয়েছে এবং যুব কংগ্রেস বলতে চায় নরেন্দ্র মোদি সরকারের ব্যর্থতার কারণে দেশে এত মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে শয্যার ছিল না, অক্সিজেনের অভাব ছিল, চিকিৎসক এবং নার্সের অভাব ছিল। নিম্নমানের পরিষেবার জন্য এত মানুষের মৃত্যু হয়েছে। যুব কংগ্রেস দাবি করছে দেশে এত মানুষ মারা যাওয়ার জন্য দেশবাসীর কাছে সরকারের ক্ষমা চাওয়া দরকার। এবং প্রত্যেক মৃতের পরিবারের জন্য সরকারকে দায়ী করা হচ্ছে। সমস্ত পরিবারকে চার লক্ষাধিক টাকা করে সহযোগিতা করার দাবী জানায় যুব কংগ্রেস বলে জানান রাখুন দাস।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service