জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দেশের প্রথম রাজ্য হিসাবে ত্রিপুরা তপশিলিজাতিভুক্ত ছাত্র – ছাত্রীদের স্কলারশিপ অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ২.০ খুলেছে । চলতি অর্থবর্ষে ছাত্রছাত্রীরা স্কলারশিপ পাওয়ার জন্য এই পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে । আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান তপশিলিজাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস । তিনি জানান , ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ২.০ – এর মাধ্যমে তিনটি কেন্দ্রীয়ভাবে স্পনসর্ড স্কীম বাস্তবায়িত করা হচ্ছে । প্রকল্পগুলি হলো পোস্ট মেট্রিক স্কলারশিপ , প্রি – মেট্রিক স্কলারশিপ নবম থেকে দশম শ্রেনী এবং প্রি – মেট্রিক স্কলারশিপ প্রথম থেকে দশম শ্রেনী । তিনি বলেন , বিগত দিনে লক্ষ্য করা গেছে , এই পোর্টাল দেরিতে খোলার কারণে অনেক ছাত্র – ছাত্রীই সময়মতো অনলাইনে আবেদন করতে পারেনি এবং এর সুযোগ থেকে বঞ্চিত হতো ৷ সেই দিক বিবেচনা করে তপশিলীজাতি ভুক্ত ছাত্র – ছাত্রীদের সুবিধার্থে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । অন্যান্য বছর এই পোর্টাল শুধুমাত্র তিন মাসের জন্য খোলা থাকতো , এবছর এই পোর্টাল এক বছর অর্থাৎ আগামী ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত খোলা থাকবে । এর ফলে ছাত্র ছাত্রীরা অনলাইনে ফর্ম পূরণের জন্য অনেকটাই সুযোগ পাবে।এই ব্যবস্থা গ্রহণের ফলে কোনও ছাত্র – ছাত্রী এর সুবিধা থেকে বঞ্চিত হবে না বলে তিনি আশা প্রকাশ করেন । সাংবাদিক সম্মেলনে তপশিলীজাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন , রাজ্যে বড় একটা অংশ সাফাই কর্মী হিসেবে নিয়োজিত রয়েছেন । ঐসকল সাফাইকর্মীর ছেলে – মেয়েদের প্রি – মেট্রিক স্কলারশিপের প্রথম থেকে দশম শ্রেনী সুবিধার আওতায় আনা হবে । তবে এই ক্ষেত্রে সাফাইকর্মী তপশীলি বা অন্যান্য জাতিভুক্ত কি না সেই বিষয়গুলি বিবেচনায় থাকবেনা । সকল সাফাই কর্মীর জন্য এই সুযোগ থাকবে । কারণ সাফাই কর্মীরা সমাজে দায়িত্বশীল ভূমিকা নিয়ে থাকে । সাফাইকর্মীদের আর্থিক সহযোগিতার পাশাপাশি তাদের ছেলেমেয়েদের পঠনপাঠনের জন্য একটা বাড়তি সুযোগও রয়েছে । তিনি আরও জানান , তপশীলিজাতি ভুক্ত সম্প্রদায়ের নবম এবং দশম শ্রেণীতে পাঠরত ছাত্র – ছাত্রীদের প্রি মেট্রিক স্কলারশিপের অর্থরাশি বাড়ানো হয়েছে । ডে স্কুলার অর্থাৎ বাড়ি থেকে স্কুলে গিয়ে যারা পড়াশুনা করেন তাদের প্রি – মেট্রিক স্কলারশিপ ২০১৬-১৭এবং ২০১৭-১৮ অর্থবর্ষে বার্ষিক ২,২৫০ টাকা ছিল । এবছর অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষে এই অর্থরাশি বাড়িয়ে বার্ষিক ৩৫০০ টাকা করা হয়েছে । হোস্টেলার অর্থাৎ হোস্টেলে থেকে পাঠরত ছাত্রছাত্রীদের প্রি – মেট্রিক স্কলারশিপ ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবর্ষে যেখানে বার্ষিক ৫২৫০ টাকা ছিল , তা বাড়িয়ে ২০২২-২৩ অর্থবর্ষে বার্ষিক ৭০০০ টাকা করা হয়েছে । তিনি আরও জানান , সাফাই কাজে নিযুক্ত কর্মীদের যেসকল ছেলেমেয়েরা প্রথম শ্রেনী থেকে দশম শ্রেনীতে পাঠরত আছেন তাদের প্রি – মেট্রিক স্কলারশীপও বৃদ্ধি করা হয়েছে । এক্ষেত্রে ডে স্কুলার অর্থাৎ বাড়ি থেকে যেসকল ছাত্র – ছাত্রীরা স্কুলে গিয়ে পড়াশুনা করেন তাদের ক্ষেত্রে প্রি – মেট্রিক স্কলারশীপ ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবর্ষে যেখানে বার্ষিক ১৮৫০ টাকা ছিল , ২০২২-২৩ অর্থবর্ষে তা বাড়িয়ে বার্ষিক ৩৫০০ টাকা করা হয়েছে । হোস্টেলারদের ক্ষেত্রে ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবর্ষে প্রি – মেট্রিক স্কলারশীপের অর্থরাশি ছিল ৭০০০ টাকা ৷ ২০২২-২৩ অর্থবর্ষে তা বাড়িয়ে বার্ষিক ৮০০০ টাকা করা হয়েছে । তাছাড়া এদিন মন্ত্রী আরও বলেন , যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিগ্রী এবং পোষ্ট গ্রেজুয়েট পর্যায়ে প্রফেশনাল এডুকেশন যেমন মেডিসিন , ইঞ্জিনীয়ারিং , টেকনোলজি , প্ল্যানিং ইত্যাদিতে পাঠরত রয়েছেন এবং যারা হোস্টেলার তাদের পোস্টমেট্রিক স্কলারশীপও বাড়ানো হয়েছে । এক্ষেত্রে ২০২০-২১ অর্থবর্ষে যেখানে বার্ষিক ১২০০০ টাকা ছিল , ২০২২-২৩ অর্থবর্ষে তা বাড়িয়ে বার্ষিক ১৩,৫০০ টাকা করা হয়েছে । অন্যান্য প্রফেশনাল কোর্স – এ যেমন এম এড / এম ফার্মা , ডিপ্লোমা সার্টিফিকেট ইন ফার্মাসী , নার্সিং ইত্যাদি ক্ষেত্রে পাঠরতদের পোষ্ট মেট্রিক স্কলারশীপ ২০২০-২১ অর্থবর্ষে যেখানে বার্ষিক ৮২০০ টাকা ছিল তা ২০২২-২৩ অর্থবর্ষে বাড়িয়ে ৯৫০০ টাকা করে হয়েছে । গ্রেজুয়েট এবং পোষ্ট গ্রেজুয়েট কোর্স – এ যেমন বি এ / বি এস সি / বি কম ইত্যাদিতে পাঠরতদের পোষ্ট মেট্রিক স্কলারশীপ ২০২০-২১ অর্থবর্ষে যেখানে বার্ষিক ৫৭০০ টাকা ছিল , তা ২০২২-২৩ অর্থবর্ষে বৃদ্ধি করে ৬০০০ টাকা করা হয়েছে । সমস্ত পোষ্ট মেট্রিকুলেশন নন ডিগ্রি কোর্সে পাঠরতদের পোষ্ট মেট্রিক স্কলারশীপের অর্থরাশি ২০২০-২১ অর্থবর্ষে যেখানে ৩৮০০ টাকা ছিল , তা ২০২২-২৩ অর্থবর্ষে বাড়িয়ে ৪০০০ টাকা করা হয়েছে । বৃত্তির অর্থরাশি বাড়ানোর ফলে বড়মাত্রায় তপশীলিজাতি ভুক্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা উপকৃত হবেন বলে তপশিলিজাতি কল্যাণ মন্ত্রী আশাব্যক্ত করেন । সাংবাদিক সম্মেলনে তপশীলিজাতি কল্যাণ দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা তপশীলিজাতি ভুক্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সম্বলিত একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর – এর কথা উল্লেখ করে জানান , ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় সহায়ক নথি যেমন আধার কার্ড , রেশন কার্ড , ব্যাংকের বিবরণ , মোবাইল নম্বর থাকতে হবে।প্রি – মেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের জন্য জেলা সমাজকল্যাণ আধিকারিক / স্থানীয় সংস্থা / রাজ্য সরকার দ্বারা মনোনিত যে কোন কর্তৃপক্ষের দ্বারা জারি করা অপরিচ্ছন্ন পেশার শংসাপত্র থাকতে হবে । তিনি জানান , প্রি – মেট্রিক ( নবম এবং দশম ) এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ পাওয়ার জন্য তপশীলিজাতিভুক্ত হতে হবে , এবং ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে , পরিবারের বার্ষিক আয় ২.৫০ লক্ষের অধিক হতে পারবেনা এবং ছাত্র – ছাত্রী ভারতের যেকোন স্বীকৃত প্রতিষ্ঠানে অধ্যায়ণরত হতে হবে । সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন তপশীলিজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস ।
রাজ্য
তপশিলিজাতিভুক্ত ছাত্র – ছাত্রীদের স্কলারশিপ রেজিস্ট্রেশনের জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ২.০ খুলেছে : ভগবান দাস
- by janatar kalam
- 2022-05-05
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this