2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

অক্ষয় তৃতীয়াতে ভীড়ে ঠাসা শ্যামসুন্দর জুয়েলার্স

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে বেশ কদিন যাবত্ ই প্রতিযোগিতায় নেমেছিল আগরতলার নামজাদা স্বর্ণ বিপনী গুলি। মঙ্গলবার সকালে প্রতিটি দোকানেই লক্ষ্য করা গেছে ক্রেতাদের ভিড়। তবে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল শ্যামসুন্দর কোম্পানি জুয়েলারীর শোরুম। কারণ আধুনিক ডিজাইনের স্বর্ণালঙ্কার তৈরীতে এই সঙস্থা বেশ নামডাক রয়েছে। আর এদিকে প্রতিটি নতুন ডিজাইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ প্রচার চালিয়েছিল এই সঙস্থা। আর এই কারণেই এবছর একটু বাড়তি মাইলেজ পাওয়া গেছে বলে জানা গেছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service