জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এমবিবি, বিবিএমসি, রাম ঠাকুর, আইন এবং মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের ছাত্র ছাত্রীসহ অধ্যাপক, অনুষদ এবং অন্যান্য স্টাফ সদস্যদের সাথে একটি মিথস্ক্রিয়া প্রোগ্রামের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন পারিপার্শিক ইতিবাচক কর্মকাণ্ড ও নিজেদের অধিকার সম্পর্কে ছাত্রছাত্রীদের সজাগ দৃষ্টি থাকা আবশ্যক l জাতীয় শিক্ষানীতির সময়োপযোগী সংশোধনীর সুফলের পাশাপাশি রাজ্যে গুনগত ও জাতীয় মানের উপযোগী শিক্ষার অধিকার সুনিশ্চিতিকরণে গুচ্ছ পরিকল্পনা সফল ভাবে রূপায়িত হচ্ছে l নেতিবাচকতার নাগপাস মুক্ত থেকে স্বভিমানী ভাবনায় নিজেদের আগামীর সম্ভাবনাময় ক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন, উপার্জনের নিশ্চিত দিশা চয়নের সহায়ক। তাছাড়া এদিন তিনি আরো বলেন দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক আঙিনা পর্যন্ত মোদীজির স্বচ্ছ ব্যক্তিত্বপূর্ণ ছবি ও গ্রহণযোগ্যতার ফলশ্রুতিতে, ভাবি প্রজন্ম রাজনীতিতে আত্মনিবেশ করতে আগ্রহী হচ্ছে l ছাত্র মনে, এই ভাবনার সঞ্চার, ইতিবাচক বার্তা। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।
রাজ্য
নিজেদের অধিকার সম্পর্কে ছাত্রছাত্রীদের সজাগ দৃষ্টি থাকা আবশ্যক – মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-04-29
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this