2024-12-15
agartala,tripura
রাজ্য

৪ দফা দাবিতে ত্রিপুরা রেজ্য চাকমা সামাজিক পরিষদের উদ্যোগে বি ডি ও এবং এস ডি এম মহোদয়দের মারফৎ মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গোমতি জেলার করবুক মহকুমার অন্তর্গত শিলাছড়ী থানার Officer in Charge- র কর্তব্য গাফিলতির কারণে গত ২৪ ও ২৫ শে এপ্রিল ২০২২ ইং তারিখে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয় । উভয়েই স্বশাসিত জেলা পরিষদ এলাকার জনজাতি সম্প্রদায়ের এবং একজন নাবালিকা । মৃতরা হলো- কাঞ্চনমালা চাকমা বয়স ১৭ বছর পিতা – শ্রীসুরতি রঞ্জন চাকমা ঠিকানা- বুদ্ধজয় পাড়া থানা – রইশ্যাবাড়ী গন্ডাছড়া ধলাই ত্রিপুরা এবং আনন্দ চাকমা পিতা – রাঙাদারী চাকমা ঠিকানা – বিলাশ চন্দ্ৰ পাড়া কাপতলি থানা – শিলাছড়ি , করবুক গোমতি ত্রিপুরা । উক্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার সারা ত্রিপুরায় চাকমা অধ্যুষিত প্রতিটি অঞ্চলে উক্ত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ক্রমে দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদান সহ ৪ দফা দাবী সনদ নিয়ে ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদ ‘ – র উদ্যোগে একই দিনে চাকমা অধ্যুষিত এলাকার প্রত্যেক বি ডি ও এবং এস ডি এম মহোদয়দের মারফৎ ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অভিন্ন বয়ানে স্মারকলিপি প্রদান করা হয় এবং বিক্ষোভ মিছিল করা হয় । যে সমস্ত জায়গায় বিক্ষোভ মিছিলের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয় সেগুলি হল- উত্তর ত্রিপুরা জেলায় কাঞ্চনপুর , ঊনকোটি জেলায় পেচারথল , ধলাই জেলায় লংতরাইভ্যালী ও গন্ডাছড়া , গোমতি জেলায় করবুক , দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তির বাজার এবং পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলায়। এদিন সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে ত্রিপুরা রেজ্য চাকমা সামাজিক পরিষদের ত্রিপুরা সম্পাদক শান্তি বিকাশ চাকমা , ঘটনার সাথে জড়িত দোষীদের কঠোর শাস্তি প্রদানের পাশাপাশি , ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান ২০ লক্ষ টাকা প্রদান এবং যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি প্রদানের দাবি রাখা হয় বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service