জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ নরসিংগড়স্থিত “ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির এলামুনি অ্যাসোসিয়েশন” এর উদ্যোগে বিদ্যালয় চত্বরে আয়োজিত হয় এক স্বেচ্ছায় মহতী রক্তদান শিবির। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী তিনি মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তাছাড়া রক্তদান শিবিরে রক্তদাতাদের এই মহতী সেবামূলক কাজের জন্য ধন্যবাদ জানিয়ে তাদেরকে উৎসাহীত করেন। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আমরা সকলেই জানি, যেকোনও দানই মহৎ কাজ, অন্নহীনে অন্নদান, গৃহহীনকে আশ্রয়দান, তৃষ্ণার্তকে জল দান, সবই পুণ্যের কাজ । কিন্তু মুমূর্ষুকে রক্তদান — এর চাইতে বড় কর্ম এবং ধর্ম আর কিছু নেই। তাই রক্তদানের আরেক নাম জীবনদান । বর্তমানে আপতকালীন পরিস্থিতিতে কোনোভাবেই যাতে প্রয়োজনের তুলনায় রক্তের পরিমাণ কম না হয় সেদিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তাই রক্তদানের জন্য আমাদের সকলকে আরো প্রচার বাড়াতে হবে। এই কাজে এগিয়ে আসার জন্য মানুষকে সচেতন করতে এবং অনুপ্রাণিত করতে আমাদেরকে আরও বেশি করে সচেষ্ট হতে হবে। তিনি আরও বলেন, এখন বিভিন্ন ক্লাবে, কলেজে, বিভিন্ন প্রতিষ্ঠানে রক্তদান শিবির হচ্ছে যেখানে যুবক-যুবতীরা স্বেচ্ছায় এগিয়ে এসে রক্তদান করছেন। আজকে রক্তদান শিবিরে যেসকল সদস্যরা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছেন তাদের সকলকে তিনি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। আজকের এই মহতী রক্তদান শিবিরে যাঁরা স্বেচ্ছায় রক্তদান করেছেন এবং রক্তদান করার জন্য নাম নথিভুক্ত করেছেন তাদের সকলকে তিনি তাদের এই মহতী সেবামূলক মানসিকতা ও কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।তিনি সকল স্বেচ্ছাসেবী সংস্থা,সরকারী /বে-সরকারী সংগঠন এবং সাধারণ মানুষের কাছে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান, যাতে জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজনে ব্লাড ব্যাংক গুলোতে রক্তের মজুতের পরিমান সঠিক মাত্রায় বজায় থাকে। এর জন্য অনেক বেশি স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করার জন্য তিনি সকল স্তরের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। রক্তদানের মাধ্যমে মানবিক কার্যকলাপে অনুপ্রেরণা,উৎসাহ এবং উদ্যোগী হওয়া আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্ত্রী সুশান্ত চৌধুরী তার বক্তব্যে বলেন। রবিবারের এই মহতী রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় বিদ্যাভবনের চেয়ারম্যান শ্রী দেবাশীষ চক্রবর্তী, ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের অধ্যক্ষা শ্রীমতি স্বপ্না সোম, ভবনস ত্রিপুরা কলেজ অব টীচার্স এডুকেশন এর অধ্যক্ষ শ্রী রজত দে, ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির এলামুনি অ্যাসোসিয়েশের সম্পাদক অমরদ্বীপ পাল সহ বিদ্যামন্দিরের প্রাক্তনীরা।
রাজ্য
রক্তের পরিমাণ যেন কম না হয় সেদিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে- সুশান্ত
- by janatar kalam
- 2022-04-24
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this