2024-12-15
agartala,tripura
রাজ্য

কালবৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্ত কার্তিক দেবের পরিবার, ঘটনা তেলিয়ামুড়ায়

বৃহস্পতিবার মধ্যরাতের কালবৈশাখীর তান্ডবে গাছ ভেঙে পরে ধূলিস্যাৎ হয়ে যায় একটি বসত ঘর । ঘটনা তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীন গামাইবাড়ি পঞ্চায়েতের ৪নং ওয়ার্ড এলাকায় । জানা যায় গামাইবাড়ি পঞ্চায়েত এলাকার কার্তিক দেব ও তার পরিবার যখন গভীর নিদ্রায় মগ্ন ছিলেন তখন কালবৈশাখীর তান্ডবে বিশাল একটি গাছ ভেঙে পরে কার্তিক দেবের একটি বসত ঘর ধূলিস্যাৎ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পঞ্চায়েত আধিকারিক এবং ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নগদ ৫০০ টাকা দেয় এবং পঞ্চায়েতের একটি ঘর খালি করে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি কার্তিক দেবের ঘর মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতিও দেয় পঞ্চায়েত আধিকারিক।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service