2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সেবামূলক কাজ ও মানসিকতার জন্য হৃদয়ের অন্তস্থল থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে “অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ” উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলিত করে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী এই মহতী রক্তদান শিবিরে রক্তদানকারী সকল রক্তদাতাদের তাদের এই সেবামূলক কাজ ও মানসিকতার জন্য হৃদয়ের অন্তস্থল থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানান এবং সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।এই রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জয়ন্ত চক্রবর্তী, “সোসাইটি অব ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স” সভাপতি চন্দন সরকার সহ সংগঠনের অন্যান্য পদাধিকারী ও সদস্য-সদস্যরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service