জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্য সফরে আসেন মাননীয় রেল কয়লা ও খনি প্রতিমন্ত্রী শ্রী রাওসাহেব পাতিল দানবে, রাজ্যে আসার পর শুক্রবার আগরতলার রাজ্য অতিথি শালায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে তিনি উত্তর পূর্বাঞ্চলের রেল যোগাযোগ এবং আখাউড়া রেল প্রকল্প অতিদ্রুত চালানো হবে বলে জানানোর পাশাপাশি তিনি জানান ভারতের প্রধানমন্ত্রী সব কেন্দ্রীয় মন্ত্রীদের আদেশ দিয়েছেন উত্তর-পূর্বাঞ্চলের ১১৫ টি জেলায় গিয়ে পরিদর্শন করার জন্য পাশাপাশি সেখানে মিটিং করার জন্য। তার পর কেন্দ্রীয় রেলমন্ত্রী প্রথমে আসামের বড়পেটা জেলায় আসেন সেখানে গিয়ে এই সব জেলার জনগনের সাথে কথা বলে তাদের অসুবিধা গুলো নিয়ে। উত্তর পূর্ব যেই ৮ টি রাজ্য সেই রাজ্য গুলিকে কিভাবে দিল্লির সাথে যোগাযোগ করা যায় সেই দিকে তাকিয়ে রেল দপ্তর কাজ করছে আখাউড়া দিয়ে রেল যোগাযোগ এর জন্য ভারত সরকার এর পক্ষ থেকে সব কিছু ঠিক হয়ে আছে কিন্তু বাংলাদেশে সরকারের সাথে কথা বলে এই রেলপথ চালু করা হবে। এই রেল পথ চালুহলে পরে কলকাতা থেকে মাল পএ আনা নেওয়ার পক্ষে সুবিধা হবে বলে জানান তিনি।
রাজ্য
উত্তর-পূর্বাঞ্চলের সাথে বহি রাজ্যের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য রাজ্যে আসলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাউ সাহেব পাতিল ধনভী
- by janatar kalam
- 2022-04-22
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this