জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৈশাখ মাসের সপ্তম দিনে হয় মূল গড়িয়া পূজা। এদিন গ্রাম ঘুরে যে চাঁদা সংগ্রহ হয়, তা দিয়ে পূজার আয়োজন করা হয়। হিন্দুদের অন্য সব মূর্তি থেকে সম্পূর্ণ আলাদা বাবা গড়িয়ার মূর্তি। গড়িয়া মূর্তি তৈরি হয় বাঁশ, আদিবাসীদের হস্ত-তাঁতে তৈরি কাপড় ও জুমের চাল দিয়ে।গড়িয়া পূজার জায়গাও তৈরি করা হয় বাঁশ দিয়ে। পূজার দিন হাঁস, মুরগি, কবুতর ও পাঠা বলি দেওয়া হয়। আবার কেউ কেউ কবুতর বলি না দিয়ে গড়িয়ার কাছে উৎসর্গ করে ছেড়ে দেন। পূজাতে প্রয়োজন হয় বাড়িতে তৈরি বিশুদ্ধ মদ ও মুরগির ডিম। মূলত গ্রামের মানুষের মঙ্গল কামনা করে ও জুমে অধিক ফসল ফলনের প্রার্থনার আশায় গড়িয়া দেবতাকে সন্তুষ্ট করতে যুগ যুগ ধরে ত্রিপুরার সনাতন আদিবাসীরা এ পূজার আয়োজন করে আসছেন। তারই পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি মধ্য দিয়ে আগরতলা উজান অভয়নগর নেতাজি ক্লাবের উদ্যোগে 30 তম বাবা গড়িয়া পূজার আয়োজন করা হয় এদিনে গড়িয়া পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ আশ্রমের মহারাজ তাছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার মহোদয় এদিন মেয়র বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের মানুষের মঙ্গল কামনায় রাজ্যের উপজাতি অংশের মানুষেরা বাবা গড়িয়া পূজার্চনা করে থাকেন। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজাতি অংশ মানুষদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার ছিল লক্ষণীয়।
রাজ্য
উজান অভয়নগর নেতাজি ক্লাবের উদ্যোগে আয়োজিত হল 30 তম গড়িয়া পূজা
- by janatar kalam
- 2022-04-21
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this