2024-12-19
agartala,tripura
রাজ্য

যথাযথ মর্যাদায় রাজধানীতে পালিত হচ্ছে গড়িয়া উৎসব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- যথাযথ মর্যাদায় রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী গড়িয়া পূজো। ধর্মীয় রীতিনীতি মেনে জনজাতি-দের জনপ্রিয় উৎসব গড়িয়া পূজা রাজ্যের অন্যান্য অংশের ন্যায় রাজধানীতে ত্রিপুরার সনাতনী সমাজের উদ্যোগে বাবা গড়িয়া পূজার আয়োজন করা হয়। এই গড়িয়া পূজা উপলক্ষে বিনামূল্যে গাছের চারা, বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মেলার আয়োজন করা হয়েছে। তাছাড়া বেশ জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হচ্ছে। ৭ ই বৈশাখ অর্থাৎ বৃহস্পতিবার জনজাতি -দের জনপ্রিয় উৎসব গুড়িয়া পূজার শেষ দিন। আর গড়িয়া পূজোর এই দিনটি -কে সনাতন ধর্মাবলম্বী জনজাতি অংশের মানুষজনেরা নিজেদের কৃষ্টি সংস্কৃতি অনুযায়ী বেশ উৎসবের মেজাজে পালন করছে। গড়িয়া পূজাকে কেন্দ্র করে চিরাচরিত পোশাকাদি পরিধান করে গড়িয়া দেবতাকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে গড়িয়া পূজার আনন্দে মেতে উপভোগ করছেন এই ঐতিহ্যবাহী উৎসবটি -কে। জানা গিয়েছে ত্রিপুরার রাজা ধন্য মানিক্যের শাসনকাল থেকে রাজ্যে পালিত হচ্ছে এই ঐতিহ্যবাহী গড়িয়া পূজো। প্রতি বছর ৩০ শে চৈত্র থেকে শুরু হয়ে সাত দিনব্যাপী পালিত হয় এই গড়িয়া উৎসব।।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service