2024-12-20
agartala,tripura
রাজ্য

মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামল প্রদেশ কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-রাজ্যে দিন দিন বাড়ছে পেট্রোল ডিজেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য। নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এবার এই মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রাজপথে নামলো কংগ্রেস নেতা- কর্মীরা। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলা শহরে হয় বিক্ষোভ মিছিল। এদিন কংগ্রেস ভবের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন নেতা- কর্মীরা। মিছিলে পা মিলান প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা, লক্ষ্মি নাগ, রাধেশ্যাম সাহা, ছাত্র নেতা সম্রাট রায় সহ অন্যান্যরা। স্লোগান উঠে মেহেঙ্গাই মুক্ত ভারত গড়ে তোলার। এদিন সংবাদ মাধ্যমের সামনে প্রাক্তন বিধায়ক আশিস সাহা মূল্য বৃদ্ধি ইস্যুতে কেন্দ্র- রাজ্য সরকারের সমালোচনা করে, তিনি বলেন, যারা ডাবল ইঞ্জিনের কথা বলেছে তারা ডাবল ফেইলুর হয়েছে। কংগ্রেস দল দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাবে। রাজ্যে এই আন্দোলন ক্রমবর্ধমান চলবে। ধারাবাহিক ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিলেন আশিস সাহা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service