2024-12-15
agartala,tripura
রাজ্য

ছাত্র-ছাত্রীদের স্বার্থে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল বাম ছাত্র সংগঠনের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার স্কুল বেসরকারিকরণের নিতি প্রত্যাহার করা, বিদ্যাজ্যোতি নামে ছাত্র-ছাত্রীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা, উত্তর-পূর্বাঞ্চলের শিক্ষাক্ষেত্রে হিন্দি বাধ্যতামূলক করার পরিকল্পনা প্রত্যাহার করা, ভিশন ডকুমেন্ট অনুযায়ী শিক্ষা সংক্রান্ত সমস্ত প্রতিশ্রুতি পালন করার দাবিতে বামপন্থি দুই ছাত্র সংগঠন রাস্তায় বিক্ষোভ মিছিল সংঘটিত করে। এদিন মিছিলটি রাজধানীর প্যারাডাইস চৌমুহনি এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শিক্ষা বাঁচাও, দেশ বাঁচাও, ভবিষ্যৎ বাঁচাও বলে মিছিল থেকে স্লোগান তুলে কর্মী-সমর্থকরা। এদিন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান, রাজ্য সরকার শিক্ষাকে বেসরকারিকরণ করার যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রত্যাহার করার জন্য দাবি জানানো হচ্ছে। সেই সঙ্গে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের উপর অস্বাভাবিক অর্থরাশি চাপানো হচ্ছে। তা প্রত্যাহারের জন্য দাবি করা হচ্ছে এবং এই প্রকল্পের অধীনে যেসব ছেলে মেয়েরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে তাদের পরীক্ষা কেন্দ্র দেখা গেছে বাড়ি থেকে প্রায় ২০-৩০ কিলোমিটার দূরে করা হয়েছে। এটা পুনর্মূল্যায়নের দাবি জানানো হচ্ছে। অনুরূপভাবে প্রতিবাদ জানানো হচ্ছে ইউজিসি গাইডলাইন। গাইডলাইন অনুযায়ী বলা হয়েছে সাধারণ ডিগ্রি কলেজে ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে ছাত্র-ছাত্রীদের। এ সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে রাজ্যের এবং দেশের গরিব অংশের ছাত্রছাত্রীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই এই নীতি বাতিল করার জন্য দাবী জানানো হচ্ছে বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service