2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মহিলা সাফাই কর্মীদের সম্মানার্থে এগিয়ে এলেন বিজেপি সদর জেলা সভাপতি অলক ভট্টাচার্য

রাজ্যে এই পরিস্থিতিতে গরিবদের অন্নদানের পাশাপাশি এক অন্যরূপ কর্মসূচি পরিলক্ষিত হলো রাজধানীর ৮ বড়দোয়ালি এলাকায় । জানা যায় শুক্রবার ৮ বড়দোয়ালি মণ্ডলের কার্যালয়ের সামনে এ এম সি মহিলা সাফাই কর্মীদের পা ধুয়ে দিলেন বিজেপি সদর জেলা সভাপতি অলক ভট্টাচার্য মহোদয় । এদিনের কর্মসূচি নিয়ে তিনি বলেন সমাজে অবহেলিত মানুষদের সম্মান প্রদর্শনের একটি দিক মাত্র, এই কাজটি আমাদের ভারতীয় দর্শনের মুনীষীরা বার বার করেছেন । পাশাপাশি এই বিংশ শতাব্দীতে এ ধরণের কর্মসূচি নিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবদান তুলে ধরেন । এদিন বিজেপি সদর জেলা সভাপতি অলক ভট্টাচার্যের উপস্থিতিতে হওয়া এধরণের কর্মসূচি সত্যি প্রশংসার দাবি , এ থেকে শিক্ষা নেওয়া উচিত সমাজের সকল অংশের মানুষের ধারণা শুভবুদ্ধিসম্পন্ন একাংশের ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service