2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

লকডাউনের পরিস্থিতিতে হাত সাফায়ে ব্যস্ত চুরের দল , নিদ্রায় পুলিশ

ফের দুঃসাহসিক চুরির ঘটনা রাজধানীতে । জানা যায় রাজধানীর টি আর টি সি স্কাইলার্ক ক্লাব এলাকায় জয়ন্ত চৌধুরীর বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনটি ঘটে । বাড়ির মালিক জানান ভোর সকাল পনে ৭টায় উনি বাড়িতে এসে দেখেন বাড়ির গ্রিল কাটা , তারপর ঘরে ভেতরে ঢুকে দেখেন আলমিরা খোলা জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে , খবর দেওয়া হয় পশ্চিম থানায় , ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম থানার পুলিশ । ক্ষয়ক্ষতির পরিমান জানাতে গিয়ে বাড়ির মালিক বলেন দুটি ল্যাপটপ , একটি রান্নার গ্যাসের সিলিন্ডার ও স্বর্ণালংকারসহ নগদ ৩৫০০০ টাকা নিয়ে যায় চুরির দল। তিনি আরো বলেন এই মুহূর্তে রাজ্যের রাস্তাঘাটে সবসময় পুলিশি টহলদারি থাকার সত্ত্বেও কি করে চুরির উপদ্রব চলছে রাজধানীতে । তবে পুলিশের এধরণের কর্মকান্ডে কতটুকু নিরাপত্তায় রয়েছে রাজধানীর মানুষ এই মুহূর্তে তা নিয়ে রইলো প্রশ্নচিহ্ন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service