জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যের 19 টি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে ট্রাইবেল ডেভলপমেন্ট কাউন্সিল গঠনের দাবিতে সড়ব হলো আদিবাসী কংগ্রেস। এই লক্ষ্যে সোমবার রাজধানী আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক দিবসীয় কনভেনশ এবং মুক্তধারা হল থেকে কংগ্রেস ভবন অব্দি করা হয় এক বিক্ষোভ মিছিল।এই দিনের কনভেনশন এ উপস্থিত সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ রাজীব কুমার তা ছাড়া উপস্থিত ছিলেন আদিবাসী কংগ্রেসের সহ-সভাপতি চক্রবাণি ত্রিপুরা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরাজিত সিনহা, এআইসিসির সম্পাদিকা মিস জারিতা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন ও আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। প্রদীপ প্রজ্জ্বলন করে কনভেনশন এর আনুষ্ঠানিক সূচনা করেন কংগ্রেস নেতৃত্বরা তার পর প্রায়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্রারাগান্ধির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।এই দিন কনভেনশন থেকে আওয়াজ তোলা হয় আগামীদিনের রাজ্য কংগ্রেস কিভাবে রাজনৈতিক পরিকাঠামো তৈরি করবেন পাশাপাশি উপজাতিদের আর্থসামাজিক বিষয়গুলো নিয়ে কনভেনশনে আলোচনা করা হয়।
রাজ্য
রাজধানীতে বিক্ষোভ মিছিল আদিবাসী কংগ্রেসের
- by janatar kalam
- 2022-04-11
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this