2024-12-18
agartala,tripura
রাজ্য

কালবৈশাখীর ঝড়ে কল্যাণপুরে বিঘ্নিত বিদ্যুৎ জল পরিষেবা জনমনে ক্ষোভ

জনতার কলম ত্রিপুরা কল্যাণপুর প্রতিনিধি:- ঝরে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত কল্যাণপুরে জনমনে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। আসেনি পানীয় জল।রবিবার শেষ রাতের অল্প কালবৈশাখীর পর কল্যাণপুরের বিদ্যুৎ ব্যবস্থা পুরো ভেঙ্গে পড়েছে। সংবাদ লেখা অব্দিও গোটা কল্যাণপুর বিদ্যুৎহীন। কল্যাণপুর নিগমের ম্যানেজার জানিয়েছেন কালবৈশাখীতে অনুন্য পাঁচটি খুটি ভেঙ্গে পড়েছে। ফলে এই সমস্যা দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে সোমবার সকালে ও বিকালে পানীয় জলও সরবরাহ করা যায় নি। ফলে একদিকে বিদ্যুৎ ও অন্য দিকে পানীয় জলের তীব্র সংকটে পড়েছেন কল্যাণপুরবাসী। জানা গেছে মূলত 33 কে ভির দুটো ফিডার দিয়ে কল্যাণপুরে বিদ্যুৎ আসে। একটা আসে তেলিয়ামুড়ার গামাইবাড়ি ফিডার দিয়ে। অন্য টা আসে খোয়াই এর ধলাবিল ফিডার দিয়ে। দুটোই 33 কে ভির ফিডার। কিন্তু দুটো ফিডারই গতকাল রাত থেকে অচল হয়ে আছে। কল্যাণপুর বিদ্যুৎ নিগমে কর্মীস্বল্পতা রয়েছে। এর কারণেও কাজে বিঘ্ন ঘটছে বলে খবর। গাড়িও মাত্র একটি। কল্যাণপুরে গামাইবাড়ি ও ধলাবিল ফিডার ছাড়াও আরও পাঁচটি ফিডার রয়েছে। সেগুলো হলো কমলনগর, কল্যাণপুর, হাসপাতাল, আমপুরা, ও ঘিলাতলী। কিন্তু সব ফিডারই বর্তমানে অন্ধকারে। সামান্য কালবৈশাখীতে যদি এই অবস্থা হয় তাহলে বড় ঝড় হলে কি হবে সেই বিষয়েই প্রমাদ গুনছেন জনসাধারণ। এদিকে সূত্র মারফত জানা গেছে নিগম আপদকালীন পরিস্থিতিতে যে ঠিকেদারদের দিয়ে কাজ করতো তারা নাকি তাঁদের বকেয়া বিল না পাবার জন্য নুতন কোন কাজ করতে চাইছে না। ফলে নিগমও পড়েছে মুশকিলে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service