2024-09-20
agartala,tripura
রাজ্য

শুরু হল তিন দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ থেকে শুরু হল তথ্য ও সংস্কৃতি দপ্তর , মোহনপুর মহকুমা প্রশাসন ও ব্রহ্মকুন্ড মেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলা। মেলা মানে বহু মানুষের মিলনস্থল । মেলায় বন্ধুত্ব ও সৌভ্রাতৃত্ব সুদৃঢ় হয় । ছড়িয়ে পড়ে সংহতির বার্তা । আজ অশোকাষ্টমী উপলক্ষে ব্রহ্মকুন্ডে তিন দিনব্যাপী আয়োজিত ঐতিহ্যবাহী ব্রহ্মকুন্ড মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর উদ্বোধন করে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী একথাগুলি বলেন । তিনি এদিন আরও বলেন , সব মেলার মতো ব্রহ্মকুন্ড মেলাও বহু মানুষের এক মিলন ক্ষেত্র । প্রতি বছর দু’বার এখানে ব্রহ্মকুন্ডকে উপলক্ষ করে আয়োজিত হয় এই মেলা । রাজ্যের দূরদূরান্ত থেকে এই মেলায় জাতি জনজাতি মানুষের সমাগম ঘটে । তিন দিনব্যাপী ব্রহ্মকুন্ড প্রাঙ্গণ হয়ে উঠে জনমুখর ঐতিহ্যের এক পূন্যস্থান । তাছাড়া সব মেলার মতো ব্রহ্মকুন্ড মেলাও এ রাজ্যের জাতি জনজাতির ধারাবাহিক ঐতিহ্য বহন করে চলেছে । দেবদেবীর উপর মানুষের বিশ্বাসকে কেন্দ্র করেই একটি ঐতিহ্যময় স্থান বিকাশ লাভ করে থাকে । বহু মানুষ এখানে মিলিত হন । তাদের নিজস্ব সংস্কৃতির বিনিময় করে থাকেন । তাই প্রশাসনকে মানুষের বিশ্বাসকে কেন্দ্র করে গড়ে উঠা মিলন স্থল ও তীর্থ ভূমিগুলিকে সুরক্ষিত করা কর্তব্য এবং কাশ্মীর থেকে কন্যাকুমারী বৈচিত্রের মাঝে ঐক্য ও সংহতিই এদেশের মূল বৈশিষ্ট । এই বৈশিষ্টকে বজায় রেখেই আমাদের রাজ্যের এই ব্রহ্মকুন্ড প্রাঙ্গণের মিলন মেলাকেও সফল করে তুলতে হবে । পাশাপাশি তিনি আশা করেন এবারেও ঐতিহ্যময় সংস্কৃতির ধারক ও বাহক এই তিন দিনব্যাপী ব্রক্ষ্মকুন্ড মেলা , প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হবে । এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেজামারা বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা , ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা , মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা , বিশিষ্ট সমাজসেবী যোগেন্দ্র দেববর্মা । সম্মানিত অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন । অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীগণ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত এবং বিডিও নারায়ণ চন্দ্র মজুমদার । উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ সহ তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী মেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রদর্শনী স্টলগুলি পরিদর্শন করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service