লকডাউনের চলাকালীন কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় কৃষকরা কঠোর ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নেই ফসল কাটা বা বিক্রির সুবিধা ক্ষোভে ফুটছেন কাঁটাতারের ওপারে থাকা কৃষকরা । শুক্রবার এলাকায় চলে মধ্যে খাদ্য সামগ্রী বিতরণী পর্ব এদিন এলাকাবাসীরা তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে জানান জমিতে নষ্ট হচ্ছে ফসল , খুলছে না কাঁটাতারের গেইট , ঠিক করে মিলছে না সুযোগ সুবিধাও , দুদেশের কাঁটাতারের গেইট রয়েছে বন্ধ ফলে তারা জেলবন্দির মতো দিনযাপন করছেন বলে জানান । সরকারের কাছে আবেদন তাদের যে ফসলগুলি নষ্টের মুখে সেগুলি যেন গেইট খুলে বিক্রির ব্যবস্থা করার জন্য ।
রাজ্য
লকডাউনের ফলে ক্ষতির সম্মুখীন কাঁটাতারের ওপারের কৃষকরা
- by janatar kalam
- 2020-04-17
- 0 Comments
- Less than a minute
- 5 years ago
Leave feedback about this