2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

লকডাউনের ফলে ক্ষতির সম্মুখীন কাঁটাতারের ওপারের কৃষকরা

লকডাউনের চলাকালীন কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় কৃষকরা কঠোর ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নেই ফসল কাটা বা বিক্রির সুবিধা ক্ষোভে ফুটছেন কাঁটাতারের ওপারে থাকা কৃষকরা । শুক্রবার এলাকায় চলে মধ্যে খাদ্য সামগ্রী বিতরণী পর্ব এদিন এলাকাবাসীরা তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে জানান জমিতে নষ্ট হচ্ছে ফসল , খুলছে না কাঁটাতারের গেইট , ঠিক করে মিলছে না সুযোগ সুবিধাও , দুদেশের কাঁটাতারের গেইট রয়েছে বন্ধ ফলে তারা জেলবন্দির মতো দিনযাপন করছেন বলে জানান । সরকারের কাছে আবেদন তাদের যে ফসলগুলি নষ্টের মুখে সেগুলি যেন গেইট খুলে বিক্রির ব্যবস্থা করার জন্য ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service