2024-12-15
agartala,tripura
রাজ্য

বিজেপি এসসি মোর্চার উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার 6 আগরতলা বিজেপি এসসি মোর্চা মন্ডল কমিটি এবং ত্রিপুরা আয়ুষ মিশন কর্মচারী সমিতির উদ্যোগে ঋষিপাড়া জেবি স্কুলে মেগা আয়ুষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়য়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী ভগবান দাস, এসসি মোর্চার সভাপতি টুটন দাস,বিজেপি রাজ্য এসসি মোর্চা সদর সম্পাদিকা পাপিয়া দাস সহ অন্যান্য নেত্রী বৃন্দরা । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রাজ্যের শাসক দলের কাজের প্রশংসা করে তিনি বলেন, রাজ্য সরকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বর্তমান বিজেপি সরকার বাম শাসনে জনগণকে শোষণের হাত থেকে বাঁচিয়েছে। রাজ্যের মানুষও বিভিন্ন সরকারি প্রকল্প থেকে উপকৃত হচ্ছে। তাই এই দরিদ্র ও করুণাময় সরকারের পাশে সর্বদা জনগন থাকবেন বলে আশা ব্যাক্ত করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service