2024-12-19
agartala,tripura
রাজ্য

পেট্রোল , ডিজেল , সিলিন্ডার গ্যাস সহ অত্যাবশ্যক পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি SUCI এর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- দেশের মানুষ যখন পেট্রোল , ডিজেল , সিলিন্ডার গ্যাস সহ অত্যাবশ্যক পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশেহারা তখন ত্রিপুরা রাজ্যের টিএনজিসিএল অস্বাভাবিক হারে সিএনজি ও পাইপলাইন গ্যাসের দাম বৃদ্ধি ঘটাল । টিএনজিসিএল – গেইল , ত্রিপুরা ও আসাম রাজ্য সরকারের একটি যৌথ সংস্থা । এই সংস্থা বহিরাজ্য থেকে গ্যাস আমদানী করে না , রাজ্যে উত্তোলিত গ্যাস সরবরাহ করে বলে গ্যাস পরিবহণের খরচা নেই । কাজেই সিএনজি ও পাইপলাইন গ্যাসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অযৌক্তিক । তাই সাধারণ মানুষের উপর সিএনজি ও পাইপলাইন গ্যাসের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বোঝা চাঁপানোর তীব্র বিরোধীতা করে এসইউসিআই দলের উদ্যোগে বৃহস্পতিবার টিএনজিসিএল – এর কৃষ্ণনগরস্থিত সার্ভিস সেন্টারের সামনে এক বিক্ষুভ সভা করা হয় । বিক্ষুভ সভায় দাবি উঠে ১ ) অবিলম্বে সিনজি ও লাইন গ্যাসের উপর থেকে বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে । ২ ) সিএনজি এবং পাইপলাইন গ্যাসের উপর থেকে ভ্যাট ও সেস কমাতে হবে । দাবিগুলির সমর্থনে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক অরুন ভৌমিক, এদিন তিনি বলেন কেন্দ্র ও রাজ্য সরকারগুলি জনসাধারণের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষনা করেছে । প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে । তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে পরিবহণের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম । এমতাবস্থায় বেঁচে থাকতে হলে এই ব্যাপক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জনসাধারণকে লাগাতার আমদোলনে সামীল হতে হবে । তিনি সকল জনসাধারণকে ঐক্যবদ্ধ আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service