2024-12-19
agartala,tripura
রাজ্য

মুখ্যমন্ত্রীর হাত ধরে ১৫২ পরিবারের ৫১২ জন ভোটার বিজেপিতে যোগ দেন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার উত্তর জেলার বাগবাসা মন্ডলের উদ্যোগে প্রত্যেকরায়-এ লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচীতে ১৫২ পরিবারের ৫১২ জন, জনমুখী কর্মযজ্ঞের প্রতি আস্থা স্বরূপ, ভারতীয় জনতা পার্টিতে সামিল হন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরেl এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন সমস্ত সংকীর্ণতার উর্দ্ধে, একত্রিত ভাবে নিবিড় জন সংযোগ স্থাপনের মাধ্যমে নাগরিক অধিকার ও অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুফল সুনিশ্চিতিকরণই আমাদের অন্যতম সংকল্প l বিগত দিনের একদলীয় ব্যবস্থার পরিত্রান স্বরূপ দীর্ঘ অবহেলিত ত্রিপুরার ভাগ্যের দুয়ার, উত্তর ত্রিপুরায় বর্তমানে বহুমুখী উন্নয়ন কর্মযজ্ঞ রূপায়িত হচ্ছে l নাগরিক প্রত্যাশার পথে চলমান জনতার সরকার দ্বারা সামাজিক ভাতার বর্ধিত অর্থরাশি, সমস্ত জাতি গোষ্ঠীর আর্থ সামাজিক ও সম্মান সুনিশ্চিতিকরণ, শিক্ষা, স্বাস্থ্য, পরিশ্রুত পানীয় জল, আবাস, বাণিজ্যিক সুযোগ সম্প্রসারণের ফলে এক নয়া দিশায় ত্রিপুরা ক্রম অগ্রসরমান l এদিনের কর্মসূচীতে দলীয় কর্মীসমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service