জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার টাউন হলে ত্রিপুরা ষ্টেট এন এস এস সেল ও খাদ্য, জনসংভরন ও ভোক্তা সুরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে বিশ্ব ভোক্তা সুরক্ষা দিবস পালন করা হয়। জাতীয় ভোক্তা দিবস পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার সহ আরো অন্যান্যরা। এদিন মন্ত্রী মনোজ কান্তি দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন ভোক্তা সচেতনতা বৃদ্ধির জন্য এগিয়ে আসতে হবে স্বেচ্ছাসেবী সংগঠন গুলিকে। ক্রেতা যারা অর্থের বিনিময়ে সামগ্রী ক্রয় করছেন তারা যাতে অসাধু ব্যবসায়ীর মাধ্যমে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকটি বিবেচনা করেই ভোক্তা সুরক্ষা দিবস উদযাপন করা হয়। তাছাড়া এদিন, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে ভোক্তা অধিকার বিষয়ে বেশি করে সচেতন হতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি মানুষকে মোবাইল ফোনে বন্দী করে ফেলেছে। অপর দিকে প্রযুক্তির অসৎ ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান মন্ত্রী মনোজ কান্তি দেব। ভোক্তা দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিনটি পালনে মূল উদ্দেশ্য হলো মানুষ যাতে অসাধু ব্যবসায়ীদের শিকার না হয়। এন এস এস যারা সমাজকে সুন্দর করতে চায়, তাদের মাধ্যমে ভোক্তা অধিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা নিতে হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।
রাজ্য
ভোক্তা সচেতনতা বৃদ্ধির জন্য এগিয়ে আসতে হবে স্বেচ্ছাসেবী সংগঠন গুলিকে- মনোজ কান্তি দেব
- by janatar kalam
- 2022-04-06
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this