2024-11-26
agartala,tripura
রাজ্য

ফিল্ম ইন্ডাস্ট্রি নির্মাণের লক্ষ্যে নজরুল কলাক্ষেত্র পরিদর্শনে গেলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে উত্তর-পূর্বাঞ্চলের ছোট রাজ্য ত্রিপুরায় খুলতে চলেছে সত্যজিৎ রায় ফিল্ম ইন্ডাস্ট্রি। কেননা পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, তাছাড়া ত্রিপুরা রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য আসাম, মেঘালয়, মনিপুর এ সব জায়গাতে ফিলম ইন্ডাস্ট্রী রয়েছে, সুতরাং সেদিক দিয়ে সামঞ্জস্য বজায় রাখার উদ্দেশ্যে ক্ষুদ্র পরিসরে হলেও সত্যজিৎ রায় ফিল্ম ইন্ডাস্ট্রি খোলা হচ্ছে রাজ্যে, তারই পরিপ্রেক্ষিতে বুধবার কলকাতা থেকে আগত সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এর ডাইরেক্টর ইনচার্জসহ রাজধানীর নজরুল কলা ক্ষেত্রের পরিকাঠামো সংক্রান্ত নানা বিষয় খতিয়ে দেখার জন্য রাজধানীর মঠচৌমুহনী স্থিত নজরুল কলাক্ষেত্র পরিদর্শনে যান রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ও অধিকর্তা সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্যের প্রতিভাবান শিল্পীদের কাছে একটি সুযোগ এনে দেওয়ার লক্ষ্যে বহি রাজ্যের মত আমাদের রাজ্যেও ছোট্ট পরিসরে হলেও ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি করা যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার এবং রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর। তাছাড়া এদিন তিনি আরও বলেন ফিল্ম ইন্ডাস্ট্রি চালু হলে সার্টিফিকেট কোর্স বিভিন্ন ডিপ্লোমা ফীস কত হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে। রাজ্য সরকারের এ ধরনের পদক্ষেপের খুশির জোয়ার বইছে প্রতিভাবান শিল্পী মহলে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service