2024-12-19
agartala,tripura
রাজ্য

অনলাইন মাধ্যমের ব্যবহারিকতার মাঝে ও বইয়ের গুরুত্ব অপরিসীম- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত 40 তম বইমেলার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস এবং তথ্য সংস্কৃতি দপ্তর এর মুখ্য সচিব পিকে গোয়েল সহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হয় বইমেলার সমাপ্তি অনুষ্ঠানের। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন অনলাইন মাধ্যমের ব্যবহারিকতার মাঝে ও বইয়ের গুরুত্ব অপরিসীমl সৌহার্দ্যতা ও ভারতীয় সংস্কৃতির একাত্মতা সবাইকে এক সূত্রে বেঁধে রাখেl এই উৎসবের প্রতি ক্রমবর্ধমান চাহিদার ফলে পুস্তক বিক্রীর বৃদ্ধি রাজ্যের আর্থিক অগ্রগতির প্রমাণl তাছাড়া এদিন তিনি আরও বলেন যে ত্রিপুরার সার্বিক বিকাশে আরও গতি সঞ্চারণের লক্ষ্যে আগামী পাঁচ বছরে রাজ্য বাজেটকে দ্বিগুনের কাছাকাছি নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য l শিল্প-সাহিত্য চর্চা সহ অন্যান্য ইতিবাচক কর্মকাণ্ডের প্রাথমিক শর্ত হচ্ছে দেশের শান্তি এবং সুস্থিতি সুনিশ্চিতকরণ, অখণ্ডতা ও সর্বোপরি সার্বিক সমৃদ্ধি l মোদীজির দক্ষ নেতৃত্বে মাথা উঁচু করে দুর্বার গতিতে ভারত অগ্রসরমান l এদিনের বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের গুণী এবং বিশিষ্ট সাহিত্যিক দের সম্বর্ধনা প্রদান করা হয় তাছাড়া চিত্র প্রদর্শনীর সাথে জড়িত চিত্র সাংবাদিকদেরও সংবর্ধনা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে সংস্কৃতি ও সাহিত্য প্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service