2024-11-25
agartala,tripura
রাজ্য

কল্যাণপুরের বৈষ্ণব কলোনীতে টিএসআর ক্যাম্প বসানোর জন্য জায়গা পরিদর্শন করলেন পুলিশ সুপার সহ অন্যান্যরা

জনতার কলম ত্রিপুরা কল্যাণপুর প্রতিনিধিঃ- কল্যাণপুরের প্রমোদনগর পঞ্চায়েতের বৈষ্ণব কলোনী এলাকায় ত্রিপুরা স্টেট রাইফেলস এর ক্যাম্প এর জন্য জমি পরিদর্শন করেন খোয়াই জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সাথে ছিলেন কল্যাণপুর থানার ভারপ্রাপ্ত ওসি সুভরাংশু ভট্টাচাৰ্য, দশ ও বারো নাম্বার টি এস আর ব্যাটেলিয়ন এর কমান্ডেন্ট সঞ্জয় রায়, সমাজকর্মী জীবন দেবনাথ প্রমুখ। উল্লেখ্য দীর্ঘ্য বাইশ বছর আগে ঐ এলাকা থেকে উদ্বাস্তু হন ৪১৭ পরিবার। তারা পরে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেন। টি এস আর ক্যাম্প স্থাপন হলে শরণার্থীরা নিজভূমে ফিরতে ইচ্ছুক। জানা গেছে গ্রাম বাসীদের সুবিধার জন্য বৈষ্ণবকলোনীতে প্রথমেই নজর দেওয়া হবে বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবায়। জঙ্গিপনার কারনে অসহায় পরিবারগুলো আশ্রয় নিয়েছিল দাও চোরা শিবির অমর কলোনী শিবির অথবা তেলিয়ামুড়া কৃষ্ণপুর খোয়াই সহ অন্যত্র স্থানে। তাই এই পরিবারগুলোকে যাতে আগের স্থানে ফিরে আনা যায় সেই ভাবে কাজ করে চলছে রাজ্য সরকার। এই কারণেই আজকের পরিদর্শন। টিএসআর ক্যাম্প বসানোর জন্য জায়গা দেখা বলে জানান এস পি ভানুপদ চক্রবর্তী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service