জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের দাম বাড়ার ফলে নাভিশ্বাস রাজ্যের সাধারণ জনগণের। এরই মধ্যে বাড়লো আবার সিএনজি গ্যাসের মূল্য। এই সিএনজি গ্যাসের দাম বাড়ার ফলে ব্যাপক সমস্যায় পড়লো সিএনজি যান চালকরা। মঙ্গলবার এমনই তথ্য তুলে ধরলো রাজধানীর সিএনজি ফিলিং স্টেশন এ সিএনজি ভরতে আসা সিএনজি যান চালকরা। এদিন এরা সংবাদ মাধ্যমকে জানান সিএনজি গ্যাসের দাম বাড়ার ফলে তাদের নিত্যদিনের রুজি উঠছে না , দিন যাপন করতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। একজন সরকারি কর্মচারী চাকরি শেষে একটা পেনশন পাবে কিন্তু একজন যান চালক বয়স হয়ে সে কি পাবে ? এই প্রশ্ন তুলে ধরার পাশাপাশি গ্যাসের দাম বাড়লেও যান ভাড়া বাড়ানো হয়নি বলেও অনেকেই মন্তব্য করেন এবং সরকার যেন তাদের কথা চিন্তা করে গ্যাসের মূল্য যেন কমিয়ে দেয় তার আহবান রাখেন। এদিকে সিএনজি ফিলিং স্টেশনের এক কর্মকর্তাকে সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধির ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান দাম বাড়ানোর এরা কেউ নয় আমরা তো কর্মচারী , এটা সম্পূর্ণ দপ্তরের ব্যাপার বলে জানান।
রাজ্য
সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে ব্যাপক সমস্যায় সিএনজি যান চালকরা
- by janatar kalam
- 2022-04-05
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this