2024-12-18
agartala,tripura
রাজ্য

ডাক্তার বাবুর বাড়িতে দুঃসাহসিক চুরি

একাকিত্বের সুযোগ নিয়ে ডাক্তার বাবুর বাড়িতে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। ঘটনা রামনগর গাঙ্গাইল রোড স্থিত ডাক্তার অৰ্জুন দাসের বাড়িতে । কেউ ছিলেননা বাড়িতে ।পরবর্তী সময় বাড়িতে এসে দেখে বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে চুরের দল নিয়ে যায় লক্ষ্যাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী । সাথে সাথে খবর দেওয়া হয় রামনগর ফাঁড়িতে কিছুক্ষন বাদে আসে পুলিশ এবং সবকিছু দেখে ডাক্তার বাবুর কাছ থেকে অভিযোগ দায়ের করেন ।তবে রামনগর এলাকায় চুরি ছিন্তাইবাজি নতুন কোন বিষয় নয় কিন্তু জননিরাপত্তা ফের একবার প্রশ্নচিহ্নের মুখে ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service