2024-12-19
agartala,tripura
রাজ্য

পেট্রোল. ডিজেল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিরোধী সিপিআইএমের বিক্ষোভ কর্মসূচি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২রা এপ্রিল থেকে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নানা ধরণের বিক্ষোভ কর্মসূচি হয়ে আসছে , সোমবার ৪ঠা এপ্রিল রাজধানী আগরতলায় বিরোধী সিপিআইএমের এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয় , কর্মসূচির অঙ্গ হিসাবে রাজধানীর রাজপথে মিছিল সংগঠিত করা হয়, মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান। এদিন সিপিআইএম নেতা তথা প্রাক্তন পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে জানান দেশের কেন্দ্র সরকার এবং রাজ্যের বিজেপি সরকার সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীনভাবে মূল্য বাড়িয়ে চলছেন যার ফলে সাধারণ মানুষের অবস্থা নাজেহাল এবং বর্তমান সরকার মানুষ মারার নীতি গ্রহণ করেছে বলে মন্তব্য করেন। তাছাড়া দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর যেভাবে পেট্রল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে সরকার কোন প্রকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেনা বলে অভিযোগ করেন এবং অতি দ্রুত সরকার যেন এই মানুষ মারার নীতি বন্ধ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস করার দাবি রাখেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service